লৌহজং প্রতিবেদক: টাঙ্গাইলে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) এর উদ্যোগে ডিলার পর্যায়ে সার বরাদ্দ, উত্তোলন এবং ডিলার লাইসেন্স নবায়নের ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ জুন) সকালে বিএডিসি টাঙ্গাইলের ডাল ও তৈল বীজ কনফারেন্স রুমে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিএডিসি টাঙ্গাইলের যুগ্ম-পরিচালক (সার) মো. সাইদুর রহমান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএডিসি ঢাকা (সার ব্যবস্থাপনা) সদস্য পরিচালক মো.আশরাফুজ্জামান।
বিশেষ অতিথি ছিলেন, খামারবাড়ী টাঙ্গাইলের কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো.কবির হোসেন ও বিএডিসি ঢাকা সার ব্যবস্থাপনা বিভাগের উপ ব্যবস্থাপক (বিক্রয়) ড.মো. আকিবুল ইসলাম।
এসময় বিএডিসি এর ডিলারসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।