লৌহজং প্রতিবেদক: গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। গণমাধ্যমের উপর রাষ্ট্রের অনেক কিছু নির্ভর করে। তারা দেশের ভালো-মন্দের অতন্দ্র প্রহরী। যে রাষ্ট্রের গণমাধ্যম যতবেশি শক্তিশালী সে রাষ্ট্রের দুর্নীতি, লুটপাট কম, গণমাধ্যম শক্তিশালী হলে দুর্নীতিবাজ-লুটেরা পালিয়ে যেতে বাধ্য হয় বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাকিল উজ্জামান।
বৃহস্পতিবার ১২ ডিসেম্বর সন্ধ্যায় টাঙ্গাইল প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে শুভেচ্ছা জানাতে এসে তিনি একথা বলেন।
তিনি বলেন, আমরা যখন ফ্যাসিবাদী স্বৈরাচারী হাসিনার দুর্নীতি, লুটপাটের বিরুদ্ধে কথা বলতে গিয়ে নির্যাতনের স্বীকার হয়েছি তখন আপনারাই গণমাধ্যমে তা তুলে ধরেছেন। আমি যখন র্যাব দ্বারা গুমের স্বীকার হয়েছি তখন আপনারাই আমার সন্ধানে গণমাধ্যমে লিখেছেন। আমার বিরুদ্ধে সংঘটিত নির্যাতনের সচিত্র তুলে ধরেছেন। গণমাধ্যম ও আপনারা তখন সোচ্চার না হলে হয়তো তারা আমাকে ক্রসফায়ার দিয়ে দিত।
গণমাধ্যমের ভূমিকার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে তিনি আরও বলেন, আপনারা নির্ভয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করুন। গণঅধিকার পরিষদ আপনাদের পাশে আছে। নবনির্বাচিত কমিটিকে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে এসেছি। আমরা চাই আপনাদের মাধ্যমে সকল অসংগতির চিত্র ফুটে উঠুক এবং তা দূর হোক।
এসময় টাঙ্গাইল প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সভাপতি জাফর আহমেদ, সহ-সভাপতি নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা ও কার্যকরী সদস্য সোহেল তালুকদার, গণঅধিকার পরিষদের জেলা শাখার সাবেক সদস্য সচিব মাহবুবুর রহমান রাসেল, সিনিয়র যুগ্ম সদস্য সচিব শামীমুর রহমান সাগর, যুগ্ম আহ্বায়ক মশিউর রহমান মনিরুজ্জামান, গোবিন্দাসী ইউপি আহ্বায়ক আব্দুল খালেক, জেলা শ্রমিক অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাসেল সানভী, জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নবাব আলী প্রমুখ উপস্থিত ছিলেন।