লৌহজং প্রতিবেদক: থানায় হামলা ও সহকর্মীদের হত্যার প্রতিবাদ এবং বিচারের দাবিসহ ১১ দফা দাবিতে টাঙ্গাইল এক যোগে পুলিশ লাইন্সে ও সকল থানায় পুলিশ সদস্যরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন করছেন।
বৃহস্পতিবার সকাল থেকে কয়েক হাজার পুলিশ সদস্যরা এ কর্মবিরতি পালন করছেন। সকালে পুলিশ লাইন্সে পুলিশ সদস্যরা নানা স্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করেন। পুলিশ লাইনসের ব্যারাকের সামনে থেকে বিক্ষোভ মিছিলে বের হয়ে মূল ফটকের কাছে এসে শেষ হয়। পরে পুলিশ সুপার তাদের দাবির সাথে একাত্মতা পোষণ করেন।
এ সময় আন্দোলন চলাকালে পুলিশ সদস্য হত্যার বিচার, ৮ ঘণ্টা ডিউটি, ছুটি বৃদ্ধি, সোর্স মানি প্রদান, ঝুঁকি ভাতা, নিজ রেঞ্জে বদলিসহ ১১ দফা দাবি তুলে ধরেন তাঁরা।
পুলিশ সুপার গোলাম সবুর বলেন, জেলার সকল পুলিশ সদস্যরা কর্মবিরতি পালন করছেন। তাদের দাবির সাথে আমি একমত।