লৌহজং প্রতিবেদক: টাঙ্গাইলে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী, মাছের পোনা অবমুক্ত করন, আলোচনা সভা ও সফল মৎস্য চাষীদের পুরস্কার প্রদান করা হয়েছে। ৩১ জুলাই বুধবার সকালে জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের যৌথ উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমির সামনে বর্ণাঢ্য র্যালী করা হয়। শেষে ডিসি লেকে পোনা মাছ অবমুক্ত করা হয়।
এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। এতে বরেণ্য অতিথি ছিলেন টাঙ্গাইল-৫(সদর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ ছানোয়ার হোসেন।
জেলা প্রশাসক মোঃ কায়ছারুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার মোঃ গোলাম সবুর পিপিএম, টাঙ্গাইল পৌরসভার মেয়র এস. এম সিরাজুল হক আলমগীর, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি খন্দকার আশরাফউজ্জামান স্মৃতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন খান তোফা ও জেলা মৎস্য অফিসের সিনিয়র সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রাশেদ।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ। অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন মৎস্যবীজ উৎপাদনকারী খামার ব্যবস্থাপক মোঃ মনজুরুল হক। আলোচনা সভা শেষে সফল মৎস্য চাষী ও প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান করা হয়। আগামী ৫ আগস্ট এ মৎস্য সপ্তাহের কর্মসূচি সমাপনী হবে।