লৌহজং প্রতিবেদক: টাঙ্গাইলের ঘাটাইলে জেমি আক্তার (২২) নামে অন্তঃসত্ত্বা এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। শনিবার (২৯ জুন) রাতে উপজেলার সন্ধানপুর ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্বামীকে গ্রেফতার করেছে পুলিশ।
নিহত জেমি আক্তার (২২) উপজেলার দিঘর ইউনিয়নের মানাজি গ্রামের প্রবাসী জামাল হোসেনের মেয়ে। রবিবার (৩০ জুন) সকালে অভিযুক্ত স্বামী মনিরকে (২৫) গ্রেফতার করেছে ঘাটাইল থানা পুলিশ। মনির ওই ইউনিয়নের সন্ধানপুর গ্রামের ওমর আলীর ছেলে। এ দম্পতির সোহান নামে দুই বছরের এক পুত্র সন্তান রয়েছে।
পুলিশ ও স্থানীয়রা জানিয়েছেন, মনির পেশায় একজন শ্রমিক। চার বছর পুর্বে প্রেম করে বিয়ে করেছিলেন তারা। বিয়ের কিছুদিন যেতে না যেতেই স্বামী-স্ত্রীর মধ্যে কলহ বেধে থাকতো। শনিবার রাতে জেমিকে মারধর করা হয়। এতে জেমি গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে তাকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। রাত আড়াইটার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে জেমি মৃত্যু বরণ করেন।
ইউপি সদস্য মো.খোরশেদ আলম বলেন, ঘটনার পর এলাকাবাসী ঘাতক স্বামী মনির হোসেনকে নিজ বাড়িতেই বেঁধে রাখে। পরে থানায় খবর দিলে পুলিশ তাকে গ্রেফতার করে।
এ বিষয়ে ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবু ছালাম মিয়া বলেন, অভিযুক্ত স্বামী মনিরকে গ্রেফতার করা হয়েছে। মনিরের মাকেও পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় হত্যা মামলার প্রস্তুতি চলছে।