জিয়ারত জুয়েল বাসাইল: টাঙ্গাইলের বাসাইলে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ৬০জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৫ জুন) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ হলরুমে বিদ্যালয়ের পাঠদানে মানসম্মত পরিবেশ ও শিক্ষার্থীদের উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে উপজেলার ৬টি ইউনিয়নের ৬০ জন শিক্ষার্থীকে বাইসাইকেল বিতরণ করা হয়।
২০২২-২০২৩ অর্থবছরের ভূমি হস্তান্তর করের ১শতাংশ অর্থ হতে বাসাইল উপজেলার দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো: শাহরুখ খান এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ কায়ছারুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন,উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী অলিদ ইসলাম।
এসময় বাসাইল পৌরসভার মেয়র রাহাত হাসান টিপু, বাসাইল সরকারি জোবেদা রুবেয়া মহিলা কলেজের অধ্যক্ষ মশিউর রহমান খান আপেল, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ নেয়ামত উল্ল্যা, উপজেলা কৃষি কর্মকর্তা শাহজাহান আলী, বাসাইল থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) আবু হানিফ সরকারসহ সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপস্থিত ছিলেন।