লৌহজং প্রতিবেদক: হাইওয়ে পুলিশের প্রধান অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজিপি) শাহাবুদ্দিন খান বলেছেন, গত বছরের তুলনায় এ বছর মহাসড়কে অনেক উন্নয়ন হয়েছে।
বাংলাদেশ পুলিশের দক্ষতা ও সেবার মান বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, সব মিলিয়ে আমরা নিরাপদ ও স্বস্তিদায়ক ঈদযাত্রার আশা করছি। সবার সহযোগিতায় স্বস্তিদায়ক ঈদযাত্রা জাতিকে উপহার দিতে পারবো।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) দুপুরে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
ঈদযাত্রায় নির্মাণ ও সংস্কারকাজ যাতে প্রতিবন্ধকতা তৈরি করতে না পারে, সেজন্য ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি। তিনি আরও বলেন, দুটি কারণে মূলত ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতুতে যানজটের সৃষ্টি হয়।
বঙ্গবন্ধু সেতুর দুই লেন ও টোল প্লাজার কারণে মূলত যানজট তৈরি হয়। মহাসড়ক চার লেন হওয়ায় যানবাহন সেতুর দুই লেনে এসে ধীর হয়ে যায়। এ কারণে সেতুর কাছে এসে যানবাহনের জট বাঁধে। এটি স্বাভাবিক বিষয়।
এবার ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মক সজাগ রয়েছে। মহাসড়কে কোন ফিটনেসবিহীন যানবাহন চলাচল করতে দেওয়া হবে না। এ ছাড়া পরিবহন মালিকদেরও এ বিষয় সজাগ হতে হবে।
এ সময় টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. শরফুদ্দীনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।