লৌহজং প্রতিবেদক: আসন্ন উপজেলা নির্বাচনকে সামনে রেখে রমজান মাস উপলক্ষে প্রার্থীরা ভোটারদের মন জয় করতে বিভিন্ন কর্মসূচি পালন করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় ১৯ মার্চ মঙ্গলবার ইফতার ও গণভোজের আয়োজন করেন দেলদুয়ার উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী খন্দকার হামীম কায়েছ বিপ্লব।
জানা যায়, টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার আটিয়া ইউনিয়নের নাল্লাপাড়া এলাকায় আট শতাধিক মানুষের জন্য ইফতার ও গণভোজের আয়োজন করেন তিনি।
উপজেলা চেয়ারম্যান প্রার্থী খন্দকার হামীম কায়েছ বিপ্লব বলেন, “নেই শঙ্কা, নেই ভয়” দেলদুয়ার উপজেলা হবে শান্তিময়। ভোটারদের ভোটে নির্বাচিত হতে পারলে আধুনিক উপজেলা উপহার দেয়ারও প্রত্যায় ব্যক্ত করেন তিনি। এছাড়াও মাদক এখন মহামারী আকার ধারণ করায় তা নির্মূলে জিরো টলারেন্স ঘোষণা দেন তিনি।
স্মার্ট উপজেলা গঠন করতে তিনি সকল ভোটারদেরকে একটি করে ভোট দেয়ার অনুরোধ করেন।
ইফতার ও গণভোজে আটিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান খন্দকার বাদল, মাতাব্বর জহির, ইদ্দিস মিয়া, মাইন মোল্লা, ইঞ্জিনিয়ার বাদশা, ইঞ্জিনিয়ার রেজুয়ানুল হক ও খন্দকার পলাশসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।