মধ্যরাতে ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে টাঙ্গাইলে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। আধিপত্য বিস্তার নিয়ে গতকাল মঙ্গলবার দিবাগত রাত ১২টার পর বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার এ ঘটনা ঘটে। এতে অন্তত ২০ জন আহত হন। গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
রাত ১টার দিকে পুলিশ ক্যাম্পাসে প্রবেশ করে। তারা কয়েকটি কক্ষ তল্লাশি করে। টাঙ্গাইল সদর থানার পরিদর্শক তদন্ত সাদিকুর রহমান জানান, হল থেকে কিছু লোহার পাইপ ও দুটি চাপাতি উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সন্ধ্যা পর্যন্ত এ ব্যাপারে কোনো মামলা হয়নি।
প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মানিক শীলের ৩০ থেকে ৪০ জন অনুসারী মুখে গামছা বেঁধে জননেতা আব্দুল মান্নান হলে প্রবেশ করেন। তাঁরা তৃতীয় তলায় গিয়ে সাধারণ সম্পাদকের অনুসারী বায়োকেমিস্ট্রি ও মলিকুলার বায়োলজির শিক্ষার্থী সোহানুর রহমানকে বেধড়ক পেটান। সোহানুরকে রক্ষা করতে এগিয়ে এলে জয় ধর নামের অপর এক শিক্ষার্থীকেও মারধর করা হয়। একপর্যায়ে হামলাকারীরা সোহানুরকে তিনতলা থেকে নিচে ফেলে দেন। এতে সোহানুরের হাত-পা ভেঙে যায়। তাঁকে প্রথমে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) পাঠানো হয়েছে।