লৌহজং প্রতিবেদক: আসন্ন টাঙ্গাইল সদর উপজেলা পরিষদ নির্বাচনে নিজ ইউনিয়ন করটিয়ায় প্রচারণার শেষ সময়ে এসে ভোট প্রার্থনা করলেন চেয়ারম্যান প্রার্থী শামীমা আক্তার।
তিন শতাধিক মোটরসাইকেলের শোভাযাত্রা নিয়ে শবিবার ২৫ মে সকাল থেকে রাত ১১ টা পর্যন্ত ইউনিয়নের নলশোঁধা, ধুলুটিয়া, মীরেরবেতকা, নগর জালফৈ, তারটিয়া, উত্তর তারটিয়া, কুমুল্লিসহ প্রতিটি গ্রামে গিয়ে আনারস প্রতীকে ভোট প্রার্থনা করেন তিনি।
এসময় তার সাথে করটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান চৌধুরী মজনু, জেলা তাঁতি লীগের সাধারণ সম্পাদক ও সা’দত কলেজের সাবেক জিএস কামরুজ্জামান রিপন, করটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মাজেদুল আলম নাঈম, আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক শিবলু চৌধুরীসহ পাঁচ শতাধিক কর্মী-সমর্থক উপস্থিত ছিলেন।
ইউনিয়নের বিভিন্ন গ্রামে গিয়ে শামীমা আক্তার ভোট প্রার্থনা কালে বলেন, আনারস প্রতীক করটিয়াবাসীর। দলমত নির্বিশেষে আগামী ২৯ তারিখে আপনারা প্রত্যকে ভোট কেন্দ্রে যাবেন এবং আনারস মার্কায় ভোট দিবেন। এসময় নারী ভোটাররা শামীমা আক্তারকে একনজর দেখার জন্য প্রতিটি বাড়ির আঙিনায় দাড়িয়ে থেকে ভোট দেওয়ার প্রতিশ্রুতি দেন।
ভোটারদের কাছে অত্র ইউনিয়নের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খালেকুজ্জামান চৌধুরী মজনুও আনারস প্রতীকে ভোট চান। তিনি বলেন, শামীমা আক্তার বিশিষ্ট সমাজ সেবক ও শিল্পপতি। তিনি আপনাদেরকে দিতে এসছেন, নিতে নয়। আপনাদের ভোটে তিনি চেয়ারম্যান নির্বাচিত হলে সরকারের কোন টাকা তছরুপ করবেন না। জনগণের যাতে ভালো হয় সেই কাজটাই তিনি সর্বদা করবেন। পরিশেষে তিনি সকলকে ভোট কেন্দ্রে যাওয়ার জন্য উৎসাহিত করেন।
উল্লেখ্য, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয়ধাপে টাঙ্গাইল সদর, দেলদুয়ার ও নাগরপুরে আগামী ২৯ মে বুধবার সকাল ৮ টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকাল ৪ টা পর্যন্ত।