লৌহজং প্রতিবেদক: নয় দফা দাবিতে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। ৩ আগস্ট সকালে সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে সাধারণ শিক্ষার্থীরা এ সমাবেশ করে।
এর আগে সাধারণ শিক্ষার্থীরা শহরের বিন্দুবাসিনী সরকারি বালক বিদ্যালয়ের সামনে ও প্রেসক্লাবের সামনে আলাদা বিক্ষোভ সমাবেশ করে। পরে দুই গ্রুপ এক হয়ে শহরের নিরালা মোড় ও পুরাতন বাসস্ট্যান্ড হয়ে ময়মনসিংহ টাঙ্গাইল সড়ক প্রদক্ষিণ করে ডিস্টিক্ট গ্রেট হয়ে পুনরায় প্রেসক্লাবের সামনে ঘন্টব্যাপী বিক্ষোভ করে। শেষে আবার বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু মহাসড়কে ঘন্ট্যাব্যাপী অবস্থান করায় মহাসড়কের দুইপাাশে যানজটের সৃষ্টি হয়।
টাঙ্গাইলের অতিরিক্তি পুলিশ সুপার(অপরাধ) মো.শরফুদ্দীন বলেন,শিক্ষার্থীরা শান্তিপুর্ণভাবে মিছিল করে । এসময় আইনশৃঙ্খলা বাহিনী ধৈর্য্যধারন করে মাঠে ছিলো। পাশাপাশি শহরের বিভিন্ন গুরত্বপুর্ণস্থানে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে।