লৌহজং প্রতিবেদক: টাঙ্গাইলে সনাতন ধর্মালম্বীদের দুর্গাপূজা উৎসবমুখর পরিবেশে উদযাপিত হচ্ছে। পূজায় এবার প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে যাতে সনাতনধর্মীরা পূজা উদযাপন করতে পারে সেজন্য প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ পূজা মন্ডপগুলো পরিদর্শন করছেন।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু টাঙ্গাইল শহরের বড় কালিবাড়ি মন্দিরসহ উপজেলার বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি হিন্দু ধর্মাবলম্বী নেতাদের সাথে কথা বলেন। সুলতান সালাউদ্দিন টুকু বলেন, শারদীয় দুর্গা পূজা উপলক্ষে সার্বিকভাবে সহযোগীতা করতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন।
তিনি বলেন, এই দেশটি সকলের। নাগরিক হিসেবে এদেশে সকলের সমান অধিকার রয়েছে। রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে সকল ধর্মের লোকজনকে নিরাপত্তা দেয়া। তিনি বলেন, দেশের মানুষ একটি ফ্যাসিবাদি সরকারকে বিদায় করেছে। এই ফ্যাসিবাদের চরিত্র নিয়ে আর যাতে করে বাংলাদেশে আর কারো আবির্ভাব না ঘটে এই জন্য তারেক রহমানের নেতৃত্বে আমরা কাজ করে যাচ্ছি। এসময় বিএনপি নেতা মাহমুদুল হক সানু, শাতিল, নূরুল ইসলামসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
জানা গেছে, জেলায় এ বছর ১ হাজার ১০৪টি পূজা মন্ডপে হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শরফুদ্দীন জানান, জেলায় ১ হাজার ১০৪টি দূর্গাপূজা মন্ডপের অনুকূলে ২ হাজারের অধিক পুলিশসহ আনসার ও ভিডিপি সদস্য মোতায়েন রয়েছে।