লৌহজং প্রতিবেদক: টাঙ্গাইলে মিথুন ইলেকট্রনিকের নতুন শোরুম উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৮ জুন) বিকালে টাঙ্গাইল সদর উপজেলার ছিলিমপুর ইউনিয়নের বরুহা (শাহানশাহ গঞ্জ) বাজারে মিথুন ইলেকট্রনিকের ৭ম শোরুম উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে মিথুন ইলেকট্রনিকের চেয়ারম্যান ও নবআলো লিমিটেডের পরিচালক মাহফুজুর রহমান মামুন উপস্থিত থেকে ফিতা কেটে শোরুমের উদ্বোধন করেন।
এসময় ছিলিমপুর ইউনিয়ন পরিষদের সুজায়েত হোসেন মোল্লা, শামছুল হক ফাউন্ডেশনের সভাপতি ডা.মো. সাইফুল ইসলাম স্বপন, বিশিষ্ট সমাজ সেবক শামীম আল মামুনসহ অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরে দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। বরুহা বাজার জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা নরুল ইসলাম দোয়া মাহফিল পরিচালনা করেন। শেষে উপস্থিত সকলের মাঝে তোবারক বিতরণ করা হয়।
মিথুন ইলেকট্রনিক ও নবআলো লিমিটেডের পরিচালক মাহফুজুর রহমান মামুন বলেন, সকল ইলেকট্রনিক পন্য আমরা পাইকারি ও খুচরা বিক্রি করে থাকি। সাশ্রয়ী মূল্যে সকলের কাছে পন্য পৌঁছে দেওয়াই আমাদের মূল লক্ষ্য। বিশেষ করে পশ্চিম টাঙ্গাইলের মাহমুদনগর, গোলচত্ত্বর ও বরুহা এলাকার মানুষ যেন সাশ্রয়ী মূল্যে ইলেকট্রনিক পন্য কিনতে পারে সেই লক্ষেই আমাদেও এই সেবা প্রতিষ্ঠান চালু কার। সকলকেই ধন্যবাদ জানিয়ে তিনি শোরুমে আসার জন্য আহবান জানান।
ছিলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুজায়েত হোসেন মোল্লা বলেন, মিথুন ইলেকট্রনিককে আমরা সাধুবাদ জানাই। আমরা শহরে গিয়েই প্রয়োজনীয় ইলেকট্রনিক পন্য কিনে থাকি। যেহেতু আমরা হাতের নাগালে পন্য পেয়েছি তা আমরা হাতছাড়া করবনা।
সংসার আমরা সকলেই করে থাকি, আর সংসার করলে ইলেকট্রনিক পন্য ছাড়া চলার কথা চিন্তাও করা যায় না। ন্যায্য মূল্যে পন্য এখানেই পাওয়া গেলে কষ্ট করে শহরের কেন যাবেন। সময় ও অর্থ দুটোই বাঁচবে, সকলকে মিথুন ইলেকট্রনিকের পন্য ক্রয় করতে বলে তিনি সকলের সুস্বাথ্য ও মঙ্গল কামনা করেন।