লৌহজং প্রতিবেদক: সারাদেশে কোটা আন্দোলনে মার্চ ফর জাস্টিজের কর্মসুচির অংশ হিসেবে টাঙ্গাইলে আন্দোলনরত শিক্ষার্থীরা শহরের বিভিন্ন স্থানে মিছিল ও সমাবেশ করেছে। ৩১ জুলাই বুধবার বেলা ১১ টার পর থেকে শিক্ষার্থীরা টাঙ্গাইল আদালত চত্বরের পাশে হেলিপ্যাড এলাকায় জড়ো হয়।
পরে মিছিল বের হয়ে শিক্ষার্থীরা শহরের পুরাতন বাসষ্ট্যান্ড চত্বরে অবস্থান নেয়। তারা আন্দোলনের পক্ষে নানা স্লোগান দেয়। প্রায় ৪০ মিনিট অবস্থানের পর শিক্ষার্থীরা মিছিল নিয়ে ময়মনসিংহ রোড হয়ে শহরের ডিস্ট্রিক গেট শামসুল হক তোরন পর্যন্ত গিয়ে মিছিল সমাপ্ত করে।
এদিকে হেলিপ্যাড এলাকা ও পুরাতন বাসষ্ট্যান্ড এলাকাসহ শহরের বিভিন্ন স্থানে বিপুল সংখ্যক আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থায় থাকতে লক্ষ্য করা গেছে।