লৌহজং প্রতিবেদক: টাঙ্গাইল জেলা বিএনপির দুইদিনের অবস্থান কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বুধবার (১৪ আগস্ট) শহীদ স্মৃতি পৌর উদ্যানে এ অবস্থান কর্মসূচির উদ্বোধন করা হয়। এর পূর্বে শহরের বিভিন্ন এলাকা হতে খন্ড খন্ড মিছিল নিয়ে শহীদ স্মৃতি পৌরউদ্যানে এসে সমাবেত হয় নেতাকর্মীরা।
জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবালের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাবেক সহ-সভাপতি জিয়াউল হক শাহিন, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সাবেক সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলীসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
নেতারা জানান, জেলা বিএনপির অবস্থান কর্মসূচি দু’দিন সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত চলবে। এদিকে অবস্থান কর্মসূচীতে অংশ গ্রহণ করতে সকাল থেকেই তৃণমূল বিএনপির অঙ্গসংগঠনের নেতাকর্মীগণ শহরের বিভিন্ন স্থান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শহীদ স্মৃতি পৌর উদ্যানে সমবেত হন।
এসময় ফরহাদ ইকবাল বলেন, টাঙ্গাইলে এখনো বিভিন্ন বিভিন্ন মহল্লায় মহল্লায় সন্ত্রাসীরা ঘুরে বেড়াচ্ছে। প্রশাসনকে আমরা জেলা বিএনপির পক্ষ থেকে ৭ ঘণ্টার আল্টিমেটাম দিলাম। এই ৭ ঘণ্টা সময়ের মধ্যে টাঙ্গাইল থেকে এসব সন্ত্রাসীদের বিতাড়িত করা না হয় এর জবাব বিএনপির সকল নেতাকর্মীরা দিবে।