লৌহজং প্রতিবেদক: ‘‘তরুণরাই বদলে দিতে পারে ভবিষ্যত, তাই পরিবর্তনের অঙ্গীকারে আমরা সবাই জিততে চাই” প্রতিপাদ্য বিষয়ে টাঙ্গাইলে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের আয়োজনে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ১৫ নভেম্বর বিকেলে টাঙ্গাইল শিল্পকলা একাডেমিতে ইউএসএআইডি’র সহায়তায় ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন মাল্টিপার্ট এডভোকেসি ফোরাম টাঙ্গাইল এর সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সদস্য সচিব কেএম তৌহিদুল ইসলাম বাবু।
আমিও জিততে চাই শীর্ষক আলোচনা সভায় বক্তব্য রাখেন, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সিনিয়র পরিচালক লিপিকা বিশ্বাস, সিনিয়র রিজিওনাল ম্যানেজার নার্গিস আক্তার, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান খান শফিক, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক একেএম আব্দুল্লাহ প্রমুখ।
এসময় জেলা মহিলা দলের সভাপতি নিলুফা ইয়াসমিন, সাধারণ সম্পাদক এডভোকেট রক্সি মেহেদী, সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট মততাজ করিমসহ এনজিও ফোরাম, এফপিএবি, সুজন, নগর নাট্যদল, রেড ক্রিসেন্ট সোসাইটি, ডিবেটিং সোসাইটি, যুব উন্নয়ন, ক্লিন টাঙ্গাইল, রোভার স্কাউট ও এমএএফ সদস্যরা উপস্থিত ছিলেন।
সভা চলাকালে আমিও জিততে চাই ক্যাম্পেইনের রীল প্রদর্শন ও ইন্টারেকটিভ থিয়েটার “নেতা আসছেন” মঞ্চায়নের পর এর উপর ভিত্তি করে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মাঝে ক্রেস্ট প্রদান করা হয়। শেষে নাট্যমঞ্চ অনুষ্ঠিত হয়।