লৌহজং প্রতিবেদক: টাঙ্গাইলে এটিএম লুঙ্গির কারখানায় অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতি হয়েছে। এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির সঠিক কোন হিসাব পাওয়া যায়নি।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে সদর উপজেলার খুদিরামপুর এলাকায় অবস্থিত এ কারখানায় আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করার পর আগুন নিয়ন্ত্রনে আনে।
রবিবার ১০ মার্চ সাড়ে ১২টার দিকে অগ্নিকান্ডের সুচনা হয়। খবর পেয়ে ফায়ারা সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এক ঘন্টার কাজ করে আগুন নিয়ন্ত্রনে আনে।
কারখানার ম্যানেজার সুমন সরকার জানান, দুপুর একটার দিকে হঠাৎ আগুন লাগে। এতে গোডাউনে রাখা বিপুল পরিমান তুলা পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের লোকজন এসে এক ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রনে আনে।
টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ ইদ্রিচ জানান, “আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করেছে। তবে কী কারণে আগুন লেগেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।