লৌহজং প্রতিবেদক: কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী বলেছেন, বর্তমান সরকার ভালো চলছেনা। কারো কোন দায়িত্ববোধ নাই। যারা রাষ্ট্র চালায় তাদের অধিকাংশ লোকদের ঝেঁটিয়ে বিদায় করে দেয়া উচিৎ।
এক ইউপি চেয়ারম্যান কতৃক এক প্রবাসীর স্ত্রী শারিরীকভাবে নির্যাতনের প্রতিবাদ জানাতে গিয়ে বুধবার ৬ মার্চ দুপুরে সখিপুরে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন। এসময় তিনি বলেন, দেশের মানুষ বড়ই খেয়ে ইফতার করবে। আর যাদের বিত্ত আছে তারা খেজুর খাবে ও মুরগীর রান খাবে। এই অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হলে জনগনের সক্রিয়তার দরকার।
কিন্তু জনগন সত্যিকার অর্থেই হতাশ হয়ে পড়েছে। আমরা জনগনকে উৎসাহিত করতে পারিনাই। তিনি বলেন, সখিপুর একটি সম্মানের জায়গা। এখানে একজন জনপ্রতিনিধির হাতে একজন নারী লাঞ্চিত হবে এটা মেনে নেয়া যায়না।
এর আগে বঙ্গবীর আব্দুল কাদের সিদ্দিকী এ ঘটনার সুষ্ঠ তদন্ত ও বিচার চেয়ে সখিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারক লিপি দেন। এরপর হাসপাতালে গিয়ে নির্যাতীতা ওই নারীর খোঁজ খবর নেন।
উল্লেখ্য: গত শনিবার বিকেলে জিয়াসমিন আক্তার নামের এক প্রবাসীর স্ত্রী সখিপুর উপজেলার বহুরিয়ার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরে আলম মুক্তর কাছে তুচ্ছ একটি ঘটনা নিয়ে বিচার চাইতে যান। এ সময় চেয়ারম্যান ওই নারীকে অশ্লীল ভাষায় গালিগালাজ করেন। এক পর্যায়ে চেয়ারম্যান ও তার সহযোগীরা নারীকে এলোপাথারী কিল ঘুষি মারতে থাকে।
পরে গৃহবধূকে স্থানীয় লোকজন উদ্ধার করে উপজেলা হাসপাতালে ভর্তি করে। এ ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে। এলাকার সাধারন মানুষ প্রতিবাদে মানববন্ধন ও মিছিল সমাবেশ করে। কাদের সিদ্দিকীও এ ঘটনায় বিচার দাবি করে আসছেন।