লৌহজং প্রতিবেদক: টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার আটিয়া ইউনিয়ন বিএনপির মেয়াদ উত্তীর্ণ কমিটির আহবায়ক শফিকুল ইসলাম শফির বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগে বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার ১৩ জানুয়ারি সন্ধ্যায় ছিলিমপুর বেবীস্ট্যান্ডে আঞ্চলিক বিএনপির কার্যালয়ে কমিটির বৃহৎ অংশের নেতৃবৃন্দ এ অনুষ্ঠানের আয়োজন করেন।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন, আটিয়া ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক এসএম আলমগীর হোসেন, ইব্রাহিম খলিল, কামরুল হাসান কাদরি নয়া, মো: আব্দুল কুদ্দুস, মো: জীবন মিয়া, মুরাদ চৌধুরী, সাবেক ছাত্রনেতা জাহিদুর রহমান প্রমুখ।
সংবাদ সম্মেলনে বক্তারা আহবায়ক শফির বিরুদ্ধে অভিযোগ করে বলেন, আহবায়কের পদের দাপট দেখিয়ে ভিজিএফ কার্ড দেয়ার নামে নগদ অর্থ গ্রহন, গাছ চুরির অভিযোগ, হিংগানগর মাটির ঘাট থেকে নগদ অর্থ গ্রহন, শালিশী বৈঠকের নামে অর্থ গ্রহন, আওয়ামী লীগের লোকদের অর্থের বিনিময়ে ওয়ার্ড বিএনপির পদে বসানোসহ নানা অর্থ কেলেঙ্কারীর বিস্তর অভিযোগ উঠেছে আহবায়কের বিরুদ্ধে।
তারা আরও বলেন, মেয়াদ উত্তীর্ণ ইউনিয়ন বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করে অনতিবিলম্বে রাজনীতিকে গতিশীল করার লক্ষ্যে নতুন কমিটির দাবি জানান তারা।