লৌহজং প্রতিবেদক সখিপুর: টাঙ্গাইলের সখিপুরে এক ব্যবসায়ীর বিরুদ্ধে কালিয়ান উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষককে লাঞ্ছিত করার অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার ২১ মার্চ উপজেলার কালিয়ান উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
এ ঘটনার প্রতিবাদে বিদ্যালয়ের চার শতাধিক শিক্ষার্থী সোমবার ২৫ মার্চ সকালে মানববন্ধন কর্মসূচি পালন করে।
সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, সম্প্রতি ওই বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচনকে কেন্দ্র করে সভাপতি পদপ্রার্থী মশিউর রহমান রুবেলের সমর্থক মনির হোসেন প্রকাশ্যে শিক্ষক রফিকুল ইসলামকে মারধরের হুমকি দেন।
সভাপতি নির্বাচনের একদিন পর বৃহস্পতিবার সকালে স্থানীয় ব্যবসায়ী সোহেল রানা (২৮) শিক্ষককে ডেকে নিয়ে শার্টের কলার চেপে ধরে শিক্ষার্থীদের সামনে মারধর ও অকথ্য ভাষায় গালিগালাজ করেন।
মূহুর্তের মধ্যে ঘটনা জানাজানি হলে শিক্ষার্থীরা হামলাকারীর বিচার দাবিতে ক্লাস বর্জন করেন। পরবর্তীতে ২৫ মার্চ সকালে ঘন্টাব্যাপী স্কুল ক্যাম্পাসের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সখিপুর মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রায় চার শতাধিক শিক্ষার্থী হামলাকারী সোহেলের উপযুক্ত বিচার দাবি করেন।
এ ঘটনায় জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমি বর্তমানে ট্রেইনিং এ আছি। বিদ্যালয়ে গিয়ে আলোচনা সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হারুন অর রশিদ জানান, বিদ্যালয়ের নির্বাচন সুষ্ঠু হয়েছে। পরবর্তীতে যে অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে সেটি অত্যন্ত দু:খজনক। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।