লৌহজং প্রতিবেদক: ম্যারিকো বাংলাদেশ লিমিটেড ভারতীয় মাল্টিন্যাশনাল কোম্পানির সাথে অংশীদার হলেন মিথুন ইলেকট্রনিক্স। মঙ্গলবার ১ অক্টোবর বেলা ১১ টায় টাঙ্গাইল শহরের কাগমারী রোডে পশু হাসপাতালের সামনে ম্যারিকো বাংলাদেশ লিমিটেড কোম্পানির নতুন শাখা উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মিথুন ইলেকট্রনিক্সের স্বত্ত্বাধিকারী ও ম্যারিকো বাংলাদেশ লিমিটেড কোম্পানির নতুন ডিস্ট্রিবিউটর মাহফুজুর রহমান মামুন, ম্যারিকো বাংলাদেশ লিমিটেড কোম্পানির সিনিয়র টেরিটরি ম্যানেজার মো: শরীফ হোসেন, এরিয়া সেলস্ ম্যানেজার এসএম জিন্নাত উদ্দিন, শামছুক হক মেমোরিয়াল হাসপাতালের চেয়ারম্যান ডা: সাইফুল ইসলাম স্বপন, ডা: রেজাউর রহমান গজনবী, রুহুল আমিন বাদলসহ মিথুন ইলেকট্রনিক্স ও ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের কর্মকর্তা- কর্মচারীরা উপস্থিত ছিলেন।
দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন আরামবাগ জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা মুফতি ফেরদৌস।