লৌহজং প্রতিবেদক: “জ্ঞান-বিজ্ঞানে করব জয়, সেরা হবো বিশ্বময়” প্রতিপাদ্য বিষয়ে টাঙ্গাইলের বাসাইলে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকালে উপজেলা পরিষদ হলরুমে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।
উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নেয়ামত উল্ল্যার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, জেলা জামায়াতে এসিস্ট্যান্ট সেক্রেটারি শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি ওহিদুল ইসলাম মোস্তফা, জেলা মহিলা দলের সহ-সভাপতি রাশেদা সুলতানা রুবি, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মতিউর রহমান খান।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন।
সমাপনী অনুষ্ঠানে শ্রেষ্ঠ শিক্ষক এবং ছাত্র-ছাত্রীদের মধ্যে ক্রেস্ট ও পুরস্কার বিতরণ করা হয়।