লৌহজং প্রতিবেদক: টাঙ্গাইলের বাসাইলে শীতার্ত অসহায়-দুস্থ মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিকেলে বাসাইল শহীদ মিনার প্রাঙ্গণে বাসাইল যুবশক্তি ক্লাবের উদ্যোগে শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
বাসাইল যুবশক্তি ক্লাবের সভাপতি সাজিদ খানের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন,বাসাইল উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার সোহরাব হোসেন, বাসাইল যুবশক্তি ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম রাব্বি খান নীরব, উপজেলা যুবদল নেতা মহসিন খান, অপু, সুমন প্রমুখ।
শেষে শীতার্ত অসহায়-দুস্থদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।