লৌহজং প্রতিবেদক নাগরপুর: প্রধানমন্ত্রীর নির্দেশে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
শনিবার ৬ এপ্রিল সকালে সরকারী যদুনাথ উচ্চ বিদ্যালয় ও কলেজ প্রাঙ্গণে একতা সাংস্কৃতিক উন্নয়ন সংস্থার উদ্যোগে ঈদ উপহার বিতরণ করা হয়।
সংগঠনের সভাপতি আজিম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন এর সঞ্চালনায় প্রধান অতিথি থেকে অসহায়-দুস্থদের মাঝে ঈদ উপহার বিতরণ করেন উপজেলা সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল মালেক।
এসময় উপস্থিত ছিলেন, নাগরপুর মহিলা কলেজের প্রিন্সিপ্রাল আনিসুর রহমান, নাগরপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এরশাদ মিয়া, মাই টিভির প্রতিনিধি মো. আনিছ খানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও সংগঠনের সকল সদস্যবৃন্দ।