লৌহজং প্রতিবেদক:বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নব গঠিত কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন জানিয়ে আনন্দ র্যালী করেছে জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক কায়সার রহমান লিমন। ৪ মার্চ দুপুরে লিমনের নেতৃত্বে আনন্দ র্যালী শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক কায়ছার রহমান লিমন বলেন,বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নব গঠিত কেন্দ্রীয় কমিটিকে আমার ব্যক্তিগত পক্ষ হতে শুভেচ্ছা জানাই। আগামী দিনে নতুন কমিটি যে কর্মসূচি দিবে তা যথাযথভাবে পালন করা হবে।
এসময় জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক আল আমিন সরকার, জেলা ছাত্রদলের সদস্য সাজ্জাদ হোসেন রিফাত,শহর ছাত্রদলের কাব্য হাসান, সাব্বির হোসেন, রাসেল হোসেন আকাশ, সদর উপজেলা ছাত্রদলের জাহাঙ্গীর জীবন ও রিপনসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
গোপালপুরে সেনা সদস্যের বাড়ীতে দুস্কৃতিকারীদের হামলা ও চাঁদা দাবি
লৌহজং প্রতিবেদক: টাঙ্গাইলের গোপালপুরে পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে সেনা সদস্যের বসতবাড়িতে হামলা ও চাঁদা দাবির ঘটনা ঘটেছে। দুস্কৃতিকারীরা সেনা সদস্যের বসতবাড়ীতে হামলা ও সেনা সদস্যকে বাঁশের লাঠি...