লৌহজং প্রতিবেদক গোপালপুর: টাঙ্গাইলের গোপালপুরে স্বামীর মৃত্যুর সাত ঘন্টার পর স্ত্রীর মৃত্যুর ঘটনা ঘটেছে। উপজেলার মির্জাপুর ইউনিয়নের কাগুজী আটা গ্রামের এঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
রবিবার ২৪ মার্চ বার্ধক্যজনিত কারণে শনিবার দিবাগত রাত সাড়ে তিন টায় নিজ বাসভবনে আজগর আলী (১০০) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
পরে স্ত্রী জহুরা বেগম (৮০) বেলা ১১টায় স্বামীকে হারানোর শোকে স্ট্রোকজনিত কারণে মৃত্যুবরন করেন।
পারিবারিক সুত্রে জানা যায়, উভয়েই বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন অসুস্থ ছিলেন। মরহুম আজগর আলীর নাতি মো. জূয়েল বলেন, আমার দাদা এবং দাদি বেশ কয়েক মাস ধরেই একাধিক জটিল রোগে আক্রান্ত ছিলেন।
তাদেরকে অনেক জায়গায় নিয়েই চিকিৎসা করানো হয়েছে। দুজনেই একই দিন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তাদের জন্য সবাই দোয়া করবেন।
বাদ যোহর জানাজা নামাজ শেষে তাদেরকে কবরস্থানে সমাহিত করা হয়।