লৌহজং প্রতিবেদক: টাঙ্গাইলের দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কুরতুবী প্রি-ক্যাডেট মাদরাসার ২০২৩ সালের দ্বিতীয় সাময়িক ও বার্ষিক পরীক্ষার কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার ১ এপ্রিল টাঙ্গাইল শহরের সাবালিয়া নিজস্ব ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজের এনাটমি বিভাগের প্রভাষক ডা. জাহিদা বেগম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুরতুবী শিক্ষা পরিবারের চেয়ারম্যান হারুনুর রশীদ খান। প্রধান আলোচক ছিলেন দেলদুয়ার সৈয়দ মহব্বত আলী ডিগ্রী কলেজের প্রভাষক ড. আব্দুল জলিল।
বিশেষ অতিথি ছিলেন, কুরতুবী মাদরাসার সদস্য সচিব মোঃ রেজাউল করিম, পরিচালক মোঃ আব্দুল্লাহ আল মামুন, মোঃ জহুরুল ইসলাম, কুরতুবী সাংস্কৃতিক সংসদের প্রধান প্রশিক্ষণ ও বিশিষ্ট সাংবাদিক অরণ্য ইমতিয়াজ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন কুরতুবী প্রি-ক্যাডেট মাদরাসার প্রধান শিক্ষক মাওলানা আবুল কালাম আজাদ।
শিক্ষকদের মধ্যথেকে বক্তব্য প্রদান করেন মাওলানা মতিউর রহমান। অনুষ্ঠানের মূলপর্ব সঞ্চালনা করেন শিক্ষিকা সুমাইয়া আক্তার ও মেরী সুলতানা।