লৌহজং প্রতিবেদক: টাঙ্গাইলের কালিহাতীতে অসামাজিক কার্যকলাপ করতে গিয়ে নারী নিয়ে ধরা পরে জরিমানায় সমঝোতা হয়ে এমন অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে। ওই আওয়ামী লীগ নেতার নাম মো.শরিফ তালুকদার। তিনি এলেঙ্গা পৌরসভার ভাবলা এলাকার সাবেক কাউন্সিলর।
জানা যায়, সম্প্রতি এলেঙ্গা পৌরসভার উত্তর পাড়া এলাকায় এক বাড়িতে গিয়ে অসামাজিক কার্যকলাপের সময় নারীসহ ধরা পড়লে এলাকায় তোলপারের সৃষ্টি হয়। পরে ওই কাউন্সিলরের মেয়ের জামাতা সাবেক কাউন্সিলরকে জরিমানা দিয়ে ছাড়িয়ে নিয়ে যায়।
এ ঘটনায় সমালোচনা ও নিন্দার ঝড় বইছে। এছাড়া কাউন্সিলর থাকাকালীন সময়ে বয়স্কোভাতা,বিধবাভাতা,মাতৃকালীন ভাতা জন্য একাধিক লোকের নিকট টাকা নিয়ে আতœসাৎ করেছে এমন একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। বিগত সরকারের আমলে প্রভাব খাটিয়ে বিভিন্নজনের কাছ থেকে অর্থ আতœসাতের বিস্তর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
এলেঙ্গা উত্তর পাড়া এলাকার একাধিক ব্যক্তি জানায়, এলেঙ্গা উত্তর পাড়ায় জৈনক এক বাড়িতে নারীসহ পৌরসভার সাবেক কাউন্সিলর শরিফ তালুদারকে এলাকাবাসী আটক করে। শত-শত উৎসক জনতা সেখানে ভিড় জমায়। পরে তার মেয়ের জামাতা লাবু এসে জরিমানা দিয়ে ওই কাউন্সিলর কে ছাড়িয়ে নেন। তারা আরো জানায় এলেঙ্গাতে তিনি বিভিন্ন বাসা বাড়িতে নারী দিয়ে অনৈতিক কাজ করায়। সেখান থেকে তিনি টাকা নেন।
নামপ্রকাশে অনিচ্ছুক একাধিক এলাকাবাসী জানায়, শরিফ কাউন্সিলর থাকাকালীন সময় গরীব মানুষের কাছ থেকে বয়স্কো ভাতা, বিধবা ভাতার কার্ড করে দেওয়ার নাম করে অনেক টাকা আতœসাৎ করেছে। কার্ড করেতো দেয়নি টাকা চাইতে গেলে নানা হুমকি দেয় তিনি।এছাড়াও তার বিরুদ্ধে এলাকার উন্নয়মুলক কাজে ব্যাপক অনিয়ম করে টাকা আতœসাতের অভিযোগ রয়েছে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সময়ে তার বিরুদ্ধে কেউ মুখ খুলেনি।
এলেঙ্গা পৌরসভার ভাবলা এলাকার বর্তমান কাউন্সিলর বিরহ সিদ্দিকী সাগর জানান, শরিফ তালুকদার কাউন্সিলর থাকা কালীন সময়ে ব্যাপক অনিয়মসহ নীরহ মানুষের কাছ বিভিন্ন ধরনের কার্ড করে দেওয়ার নাম করে টাকা নিয়েছে। তাদের কার্ড করে দেয়নি,কার্ড না পেয়ে সাধারণ মানুষ টাকা চাইতে গেলে তাদের হুমকি দেয় এমন অভিযোগ আমার কাছে একাধিক ব্যক্তি দিয়েছে।
এ বিষয়ে অভিযুক্ত সাবেক কাউন্সিলর মো. শরিফ তালুকদারের নিকট জানতে চাইলে তিনি প্রতিবেদককে চা খাওয়ার দাওয়াত দেন।