লৌহজং প্রতিবেদক: টাঙ্গাইলের নবাগদ পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু বলেছেন, আমি টাঙ্গাইলের একজন মানুষ হিসেবে আপনাদের মাঝে থেকে কাজ করতে চাই। সকল ভাল কাজে আপনাদের সহযোগীতা পেলে অবশ্যই একটি পরিচ্ছন্ন ও শান্তিপুর্ন টাঙ্গাইল গড়ে তুলতে পারবো।
রোবববার ১ সেপ্টেম্বর বিকেলে টাঙ্গাইল পুলিশ সুপার কার্যালয়ের সভাকক্ষে টাঙ্গাইলের বিভিন্ন প্রিন্টস ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভায় তিনি এভাবে তার বক্তব্য তুলে ধরেন।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তরে নবাগত পুলিশ সুপার বলেন, দেশের পুলিশ বাহিনী বর্তমানে একটি ক্রান্তিকাল পার করছেন। পরিবর্তিত পরিস্থিতিতে পুলিশের মনোবল সস্পূর্ণভাবে ফিরিয়ে আনতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। পাশাপাশি জনগনের সহযোগিতারও প্রয়োজন রয়েছে।
গত ৫ আগষ্ট পর্যন্ত টাঙ্গাইলে পুলিশের পাশে দাঁড়িয়ে জেলার সাংবাদিকরা যে উদাহারন সৃষ্টি করেছে তা পুলিশ বাহিনী মনে রাখবে বলেও জানান তিনি।
এ সময় টাঙ্গাইলের মানুষ খুবই শান্তিপ্রিয়। জেলার আইনশৃংখলার সামগ্রিক উন্নয়নের পাশাপাশি ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গন নিয়ে কাজ করার আগ্রহের কথা ব্যক্ত করেন নবাগত পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু।
উল্লেখ্য, তিনি ২৭ তম বিসিএস এর মাধ্যমে ২০০৮ সালে বাংলাদেশ পুলিশে সহকারী পুলিশ সুপার হিসেবে যোগদান করেন। চাকরি কালীন তিনি এপিবিএন, র্যাব এবং কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল এ সুনামের সাথে দায়িত্ব পালন করেন। বাংলাদেশ পুলিশে তার বিশেষ অবদানের জন্য তিনি বিপিএম পুরস্কারে ভূষিত হন। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক পুত্র এবং কন্যা সস্তানের জনক। তার নিজ জেলা বরগুনা।